আজকাল ওয়েবডেস্ক: ডোডা জেলায় জঙ্গি হামলার ঘটনায় তিন সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। এদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলেই দেওয়া হবে ৫ লক্ষ টাকা পুরষ্কার। পুলিশ সূত্রে খবর, ডোডা জেলায় জঙ্গি হামলার ঘটনার সঙ্গে এরা জড়িত ছিল। তবে এরপর থেকে সকলেই ফেরার।

জঙ্গিদের খোঁজে গোটা এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি মোবাইল নম্বরও চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করে জঙ্গিদের হদিশ দেওয়া যেতে পারে। তবে হামলার পর থেকে গা ঢাকা দিয়েছে এই তিন জঙ্গি। তারা সীমান্ত পার করে পাকিস্তানে পালিয়ে যেতে পারে বলেও মনে করছে জম্মু-কাশ্মীর পুলিশ।

কিছুদিন আগে কাঠুয়া জেলায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার আগে রবিবার রিয়াসিতে জঙ্গি হামলা ঘটে। সেখানে মারা যান ১০ জন পুণ্যার্থী। কাঠুয়ায় হামলার কয়েক ঘণ্টা পরেই জম্মু–কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর পোস্টে হামলা চালায় জঙ্গিরা। দু’‌পক্ষের গুলির লড়াই হয়। তাতে পাঁচ জওয়ান ও এক পুলিশ অফিসার আহত হন। এর আগে কাঠুয়ার হামলার এক জঙ্গিকে খতম করেছিল জওয়ানরা। কাঠুয়ায় হামলায় এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন।