আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই সব শেষ! গভীর খাদে উল্টে পড়ল যাত্রীবাহী গাড়ি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যেই মৃত এক পরিবারের ছ'জন সদস্য। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার নাসিকের কল্যাণ তালুকে সপ্তশৃঙ্গী গড় ঘাটে গভীর খাদে যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি ৬০০ মিটার গভীর খাদে উল্টে পড়েছিল। মৃতেরা নিফাদ তালুকের পিপলগাঁও বসওয়ান্তের বাসিন্দা ছিলেন। টয়োটা ইনোভা গাড়িতে ছিলেন সাতজন যাত্রী। তাঁদের মধ্যে ছ'জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। মৃতেরা হলেন, কীর্তি প্যাটেল (৫০), রাসিলা প্যাটেল (৫০), ভিত্তাল প্যাটেল (৬৫), লতা প্যাটেল (৬০), বচন প্যাটেল (৬০), মনিবেন প্যাটেল (৭০)।
মৃতেরা সকলেই এক পরিবারের সদস্য ছিলেন। জানা গেছে, সপ্তশৃঙ্গী মাতা মন্দিরে সকলে একসঙ্গে পুজো দিতে যাচ্ছিলেন। সরু রাস্তায় আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গভীর খাদে গড়িয়ে পড়তেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, 'মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। প্রিয়জনদের যাঁরা হারালেন, তাঁদের প্রতি সমবেদনা রইল। আহতের দ্রুত আরোগ্য কামনা করছি।'
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। দুর্ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে।
গত নভেম্বর মাসের শেষেও এমন আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। বিয়ের অনুষ্ঠানে হুল্লোড় সেরে আর বাড়ি ফেরা হল না। পথেই শেষ পাঁচজন। ফের ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরপ্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পড়ে খালে। ভোররাতে মৃত্যু হয়েছে পাঁচজনের। কপালের জোরে বেঁচে গেছেন গাড়ির চালক। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে ধাখেরওয়া- গিরিজাপুরী ব্যারেজ রোডে। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। শুধুমাত্র গাড়িটির চালক এখনও পর্যন্ত জীবিত রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িটি উল্টে পড়ে খালে। লখিমপুর খেরিতে বিয়ের অনুষ্ঠানটি ছিল। সেখান থেকে বাহরাইচে ফিরছিলেন মোট ছ'জন। বুধবার ভোররাতে খালে উল্টে যায় গাড়িটি।
মৃতেরা হলেন, জিতেন্দ্র (২৩), ঘনশ্যাম (২৫), লালজি (৪৫), আজিমুল্লা (৪৫), এবং সুরেন্দ্র (৫৬)। তাঁরা প্রত্যেকেই বাহরাইচের বাসিন্দা ছিলেন। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির চালক সুরজ এখনও পর্যন্ত জীবিত রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
