আজকাল ওয়েবডেস্ক: জোর করে মদ খাওয়াতেন স্ত্রী, স্বামী তিতিবিরক্ত হয়ে স্বামী গেলেন পুলিশে। থানায় উপস্থিত পুলিশ কর্মীরা তাজ্জব ঘটনায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে।
ঝাঁসির এক মহিলা থানায় গিয়ে ওই ভদ্রলোক জানান, তাঁর স্ত্রী নিজে অ্যালকোহল পান করেন প্রতিদিন সন্ধেয়। সঙ্গে তাকেও জোর করে মদ খাওয়াতেন। পুলিশ তাদের নিয়ে বসে কাউন্সেলিং –এ। নিগৃহীত ওই ব্যক্তি জানায়, তাঁর স্ত্রী প্রতিদিন তিন থেকে চার ধরণের মদ খান। প্রতিদিন এত টাকার মদ কিনতে তিনি অপারগ। স্বামী নিষেধ করলেও শুনতেন না স্ত্রী। কথাবার্তায় উঠে আসে তাদের বিয়ে হয়েছে মাত্র দু’মাস আগে। তাতেই অতিষ্ট স্বামী এলেন পুলিশের কাছে। পুলিশ মধ্যস্থতা করতে গেলে স্ত্রী বলে, স্বামীকে তাঁকে নির্যাতন করেছে।
জানা গিয়েছে, বীরাঙ্গনা নগরে ওই দম্পতি বসবাস করেন। পুলিশ অনেক বুঝিয়ে তাদের ঝামেলা মেটায়। আপাতত তাদের বাড়ি ফেরানো গিয়েছে বলে জানিয়েছে ঝাঁসির পুলিশ।
