আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বরের শেষ কয়েকদিন উর্দ্ধমুখী শেয়ার বাজার। পুজোর মুখে খুশির হাওয়া ছিলই বিনিয়োগকারীদের মধ্যে। তার মাঝেই সপ্তাহের দ্বিতীয় দিনে বিরাট সুখবর, রেকর্ড উচ্চতায় সেনসেক্স, তরতরিয়ে এগিয়ে নিফটি। 

মঙ্গলবার সকালেই সমস্ত রেকর্ড ভেঙে প্রথমবারের মতো সেনসেক্স ৮৫,০০০ পয়েন্টে পেরিয়ে গেল। মঙ্গলবার সকালে সেনসেক্স-এর পয়েন্ট ৮৫,০২৩। এর আগে সোমবার সেনসেক্স পৌঁছেছিল ৮৪ হাজার ৮৬৪ পয়েন্টে। মঙ্গলবার ভেঙে গেল সেই রেকর্ড। উল্লেখ্য, পুজোর আগে গত কয়েকদিনে সেনসেক্সের উর্দ্ধগতি লক্ষণীয়। ১২ সেপ্টেম্বর সেনসেক্স ছিল ৮৩, ০০০ পয়েন্টে। সোমবার তা অতিক্রম করে ৮৪,০০০ এবং একেবারে ঠিক তার পরের দিন সেনসেক্স রেকর্ড ভেঙে ছুঁয়েছে ৮৫,০০০। ৯টা ৪৮-এর হিসেব অনুযায়ী সেনসেক্স ০.০৯ শতাংশ উর্দ্ধমুখী। ৮০, ০০০ থেকে ৮৫,০০০ পয়েন্ট, মাত্র ১২ সপ্তাহে সব রেকর্ড ভেঙে তরতরিয়ে বেড়েছে সেনসেক্সের পয়েন্ট। 

রেকর্ড উচ্চতায় নিফটিও। পৌঁছে গিয়েছে ২৬,০০০ কাছাকাছি। এর ঠিক আগের দিন, অর্থাৎ সপ্তাহের একেবারে শুরুর দিনে  ২৫ হাজার ৯৩৪ পয়েন্টে পৌঁছেছিল নিফটি। মঙ্গলবার আরও এগিয়ে পয়েন্ট পৌঁছেছে ২৫, ৯৭১-এ। নিফটির শেয়ার বাজারের কারণে বড় লাভের মুখ দেখবে টাটা স্টিল, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, জেএসডব্লিউ স্টিল, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং আদানি এন্টারপ্রাইজ ।