আজকাল ওয়েবডেস্ক: ক্রেডিট কার্ড নিয়ে যারা লেনদেন করতে পছন্দ করেন তাদের কাছে ভাল খবর নিয়ে এসেছে এসবিআই। এবার সকলের জন্য তারা নিয়ে এসেছে এসবিআই কার্ড উন্নতি। যদি আপনার কাছে কম টাকা থাকে বা আপনি যদি ক্রেডিট কার্ডের বার্ষিক খরচ দিতে সমর্থ না হয়ে থাকেন তাহলে কোনও চিন্তা নেই। আপনার কাছে সেরা সুযোগ করে দেবে এসবিআই কার্ড উন্নতি। এর জন্য বার্ষিক ফি দিতে হবে মাত্র ৪৯৯ টাকা। প্রথম ৪ বছর ধরে দেওয়া যাবে এই টাকা। এর থেকে বেশি কিছু লাগবে না।
এই কার্ডে রয়েছে বিশেষ রিওয়ার্ড পয়েন্ট। থাকছে মাইলস্টোন রিওয়ার্ড। ফুয়েল সারচার্জ ওয়েভারের সঙ্গে থাকছে আরও বেশ কয়েকটি সুবিধা। এখানে আপনার কাছে ১০০ টাকার উপর একটি করে রিওয়ার্ড পয়েন্ট থাকছে। যদি আপনি ৫০০ টাকার ক্যাশব্যাক হয়ে থাকে ১৫ দিনের মধ্যে তাহলে থাকছে বিশেষ পুরষ্কারের ব্যবস্থাও।
এখানে ৫০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত ১ শতাংশ হারে ফুয়েল বোনাস থাকবে। যাদের এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে তারা ২৫ হাজার বা তার বেশি কেনাকাটা করলে থাকবে বিশেষ অফারের ব্যবস্থা। যার কাছে কার্ড রয়েছে যদি তিনি বিশ্বের ২৪ মিলিয়ন আউটলেট থেকে একে ব্যবহার করেন তাহলে প্রতিটি লেনদেনের উপর থাকবে বিশেষ অফার। এই কার্ডে নিজের পরিবারকেও যুক্ত করতে পারবেন।
অনেকেই ক্রেডিট কার্ডে বাকি থাকা বিল সময় মতো অনেকেই মিটিয়ে দেন না। মাসের পর মাস ফেলে রাখেন বা প্রদেয় তারিখের জন্য অপেক্ষা করে থাকেন। যার ফলে অনেক ক্ষেত্রেই অজান্তে কাঁধের উপরে বাড়তি ঋণের বোঝা চাপতে থাকে। মনে রাখবেন, প্রত্যেক ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট প্রদেয় তারিখ থাকে। সেই তারিখ পার হলেই সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত হারে জরিমানা করা হয়। যার পরিমাণ অনেকটাই। তাই ক্রেডিট কার্ডের বিল আসার পরে শেষ প্রদেয় তারিখের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব সেই বকেয়া অর্থ মিটিয়ে ফেলুন। তা হলে বাড়তি সুদের বোঝা গুনতে হবে না।
