আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়ানোর লোভ গ্রাস করেছে কমবেশি সকলেই। ইদানিং আট থেকে আশি, সকলেই এই নেশায় মেতে। কীভাবে ভিডিও, ছবি, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানো যায়, সেই খেলায় মেতে‌। জনপ্রিয় হওয়ার লোভে জীবনে ঝুঁকি নিতেও পিছপা হন না অনেকে।

কখনও কখনও পরিণতি হয় ভয়ঙ্কর। কেউ চলন্ত ট্রেনের উপরে উঠে ভিডিও বানান, কেউ বা পাহাড়ের খাদে দাঁড়িয়ে নাচ করেন, কখনও ভরা রাস্তায় গাড়ি চলাচলের মাঝেও রিল শুট করতে দেখা গেছে তরুণ, তরুণীদের। পোস্টটি যাতে সকলের নজর কাড়ে, তার জন্য প্রাণ বাজি রাখতেও দ্বিধাগ্রস্ত হন না কেউ। 

সম্প্রতি এই তরুণীর কাণ্ডে দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ হেসে লুটোপুটিও খান। ভিডিওতে দেখা গেছে, এক তরুণী গাছের মগডালে উঠে রিল শুট করেছেন। মরা গাছের মগডাল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়লেই মৃত্যু হতে পারত তরুণীর‌। কিন্তু সমস্ত ভয়ডর পিছনে রেখে, সেই মগডালে উঠেই রিল শুট করেন তিনি। 

যে সে পোশাকে নয়। তরুণীর পরনে ছিল লাল রঙের শাড়ি। শাড়ি পরে গাছের ওঠার সময়েই বিপদ ঘটতে পারত। এমনকী মরা গাছটিও যখন তখন ভেঙে পড়তে পারত। রিল বানানোর সময় মগডাল থেকে পড়েও যেতে পারতেন তিনি। তবে এই বিপদের আশঙ্কাকে গুরুত্ব দেননি তরুণী। শাড়ি পরেই উঠে পড়েন গাছের মগডালে। সেই গাছে বসেই সবুজ প্রেমের কাহিনি বর্ণনা করেন। 

আরও পড়ুন: 'ও যা পারে, স্বামী তা পারে না', বয়সে ছোট প্রেমিকের সঙ্গে সঙ্গমের পরেই বিয়ের শখ, ৪ সন্তানকে ছেড়ে পালালেন বধূ

তরুণী পোস্টে নিজেকে 'গাছের রানি' বলে সম্বোধন করেছেন। ভিডিওতে তিনি বলেন, 'আমি গাছের রানি। আর এত তাড়াতাড়ি শেষ হবে না আমার কাহিনি। সেনাপতি, রাজ্যবাসীকে গিয়ে খবর দাও, গাছের শুধুমাত্র একজনই রানি। সে মহারানি। তাই কেউ কখনও গাছের উপর নিজেদের অধিকার দাখিল করতে পারবে না। গাছেদের উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। গাছেদের সুরক্ষার দায়িত্ব পালন করাও আমার কাজ। আজ থেকে শুরু হল আমি প্রতিশোধ নেওয়ার কাহিনি!' 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pooja Guleria (@miss_pooja_official_887)