আজকাল ওয়েবডেস্ক: অভিনেতা সইফ আলি খানের বাড়ির ভিতরেই লুকিয়ে ছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। হামলার ঠিক আগেই নয়, কয়েক ঘণ্টা ধরে বাড়ির মধ্যে লুকিয়ে ছিল সে। যা হামলার আগে পর্যন্ত টের পাননি কেউ। এমনকী ছোটছেলে জেহ'র ঘরেও ঢোকার চেষ্টা করেছিল সে। 

মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, গতকাল রাত আড়াইটে নাগাদ হামলা চালানো হয় অভিনেতা সইফ আলি খানের উপর। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার দু'ঘণ্টা আগে কেউ বাইরে থেকে ভিতরে ঢোকেননি। অর্থাৎ দুষ্কৃতী আগে থেকেই বাড়ির মধ্যে লুকিয়ে ছিল। সম্ভবত সন্ধে থেকেই অভিনেতার ঘরের আশেপাশে গা ঢাকা দিয়েছিল সে। 

পরিচারিকারা জানিয়েছেন, দুষ্কৃতী অভিনেতার ছোটছেলে জেহ'র ঘরে ঢোকার চেষ্টা করছিল। ঘরের বাইরেই ছিল গার্ড। দুষ্কৃতীকে দেখে তাঁরা চিৎকার করে ওঠেন। সেই চিৎকারের শব্দেই ছুটে আসেন অভিনেতা। সইফের উপর তখনই পরপর ছুরির কোপ বসিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। 

এই ঘটনায় বাড়ির তিনজন পরিচারককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সইফ। অস্ত্রোপচার হয়েছে তাঁর। শরীর থেকে ছুরির টুকরো বের করেছেন চিকিৎসকরা। হামলার ঘটনার তদন্ত জারি রেখেছে মুম্বই পুলিশ।