আজকাল ওয়েবডেস্ক: অভিনেতা সইফ আলি খানের উপর ভয়াবহ হামলা। মুম্বইয়ে তাঁর নিজের বাড়িতেই ছুরির কোপে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে ভর্তি রয়েছেন লীলাবতী হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গতকাল রাত আড়াইটে নাগাদ। সেই সময় অভিনেতার বাড়িতে এক চোর ঢোকে। চোর আলমারি খুলে চুরি করার সময়, জেগে যান পরিচারিকারা। তাঁদের চিৎকারেই ঘুম ভেঙে যায় অভিনেতার। চোর পালানোর সময় ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। মুখোমুখি হয়ে সইফের উপর পরপর ছুরির কোপ মারে সে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, গতকাল সইফ আলি খানের উপর ছুরির কোপ মেরেই পালিয়ে যায় অভিযুক্ত। বান্দ্রা পুলিশ এই ঘটনায় দ্রুত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে চলেছে। ইতিমধ্যেই একাধিক পুলিশ বাহিনী অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শরীরে ছ'টি আঘাত রয়েছে। যার মধ্যে দু'টি গুরুতর। অস্ত্রোপচার করা হবে।
