আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রুড তেলের চাহিদা মেটানোর কাজটি বর্তমানে সবার আগে করছে রাশিয়া। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়ে দিলেন রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্কের উন্নতি ঘটেছে সেখানে রাশিয়া এখন ভারতের প্রধান সহায়ক। রাশিয়ার ৩৫ শতাংশ ত্রুড তেল ভারতের বাজারে আসছে। একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, যেভাবে দেশে প্রতিদিন জ্বালানির দাম বাড়ছে সেখানে ভারত অচিরাচরিত শক্তির দিকে নজর দিয়েছে। তবে যতদিন না পর্যন্ত ভারত সেদিকে আত্মনির্ভর হয়ে উঠছে ততদিন পর্যন্ত রাশিয়া ভারতের তেলের বাজারকে ধরে রেখেছে।
২০২২ সাল থেকে ২০২৪ সালে এই তেলের চাহিদা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে রাশিয়া তাদের ক্রুড তেলের ৩৫ শতাংশই ভারতকে দিয়েছে। বিশ্বের বাজারে যেখানে তেলের দাম বাড়ছে সেখানে যতটা সম্ভব তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে রাশিয়া। ভারতের সঙ্গে তার সেইমত কথা হয়েছে। তবে শুধু রাশিয়ার উপর নির্ভর করে থাকতে চায় না ভারত। তারা সৌদি আরব, ইরাক, কুয়েত এবং আমেরিকার সঙ্গেও কথা বলছে ভারত।
যদি প্রয়োজনে সেখান থেকে কম দামে তেল পাওয়া যায় সেদিকে নজর রয়েছে ভারতের। এদিন পুরী বলেন, বিশ্বের বাজারে এলপিজি গ্যাসের দাম ভারতে সবথেকে কম। এই দাম যাতে ভবিষ্যতে না বাড়ে সেদিকেও নজর রাখছে ভারত। তবে পেট্রোলের বদলে ইথানলের ব্যবহার বাড়ানোর দিকে জোর দিয়েছে ভারত। যদি এই প্রকল্পে ভারত এগিয়ে থাকে তাহলে আগামীদিনে দেশে তেলের চাহিদা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে। ভারতের গাড়ির বাজারেও সেইমত পরিবর্তন আনা হবে বলেই এদিন জানিয়ে দেন পুরী।
