আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে ফের আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটল৷ অসমের মেয়ে রোশ্মিতা হোজাই প্রথমে দিল্লি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ পাঁচ দিন পর তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে। অসমে থেকে একটি সরকারি পরীক্ষা দিতে সে এসেছিল দিল্লিতে৷
সূত্র অনুসারে ৫ জুন নিখোঁজ হওয়ার খবর মেলে। সে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) পরীক্ষার জন্য অসম থেকে দিল্লিতে এসেছিল। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে ডিমা হাসাওয়ের প্রধান নির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গোরলোসা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 'দুঃখের সাথে জানাচ্ছি যে, দিল্লির সোন্টিলা হোজাইয়ের বাসিন্দা মিস রোশ্মিতা হোজাই, যিনি ৫ জুন থেকে নিখোঁজ ছিলেন, আজ উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলায় মৃত অবস্থায় পাওয়া গেছেন' গোরলোসা ফেসবুক পোস্টে বলেছেন। 'এটি অকল্পনীয় একটি ক্ষতি। এই বেদনাদায়ক সময়ে আমাদের প্রার্থনা তাঁর শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে।' অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোশ্মিতা হোজাইয়ের সন্ধানে তাঁর সহায়তার জন্য।
'আমি উত্তরাখণ্ড পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানাই। যাদের নিরলস প্রচেষ্টার ফলে সত্য সামনে এসছে। তাদের সাহায্য ছাড়া এটি সম্ভব হত না' গোরলোসা এই মৃত্যুর পিছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন। 'এই ভয়াবহ ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের অপরাধ যেন চাপা না পড়ে যায়। আসুন আমরা সকলেই আমাদের সমাজের প্রতিটি কন্যার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য একসঙ্গে দাঁড়াই,' গোরলোসার বিবৃতি।
৫ জুন কী হয়েছিলো? আরআরবি পরীক্ষা দেওয়ার পর, রোশ্মিতা দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে চলে যায় বলে জানা গিয়েছে। টিওআই-এর প্রতিবেদন অনুসারে, রোশ্মিতা হোজাই ৬ জুন দুই বন্ধুর সাথে ঋষিকেশ পৌঁছয়। তাঁদের মধ্যে একজন হরিয়ানার এক প্রাক্তন সহপাঠী হেমন্ত শর্মা। তারা শিবপুরীতে ক্যাম্পিং-এর পরিকল্পনা করেছিল। সেদিনই সন্ধ্যা নাগাদ ওই দুই বন্ধু তার নিখোঁজ হওয়ার খবর দেন। ঘটনার পর, হরিদ্বার পুলিশ নদীতে তল্লাশির জন্য রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী'র (SDRF) ডুবুরিদের মোতায়েন করে।মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করা হয়। মুনকিরেটি থানার এসএইচও প্রদীপ চৌহান বলেন, পুলিশ আত্মহত্যার সম্ভাবনাও বিবেচনা করছে।
