আজকাল ওয়েবডেস্ক:  ব্যাপক তুষারপাতের কারণে কাশ্মীরে একপ্রকার বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। উপত্যকার বেশিরভাগ এলাকায় তুষারপাত হওয়ার ফলে ব্যাহত বিমান এবং রেল পরিষেবাও। বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও। শুক্রবার থেকে বরফ পড়া শুরু হওয়ার পর কাশ্মীরের বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী তুষারপাতের দেখা মিলেছে। শ্রীনগর শহর এবং উপত্যকার সমতল এলাকাগুলি সাক্ষী থেকেছে মরশুমের প্রথম তুষারপাতের। দক্ষিণ কাশ্মীরে ভারী থেকে অতি ভারী তুষারপাতের দেখা মিলেছে। মধ্য কাশ্মীরে মাঝারি এবং উত্তর কাশ্মীরের সমতল এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাতের দেখা মিলেছে।

 

শ্রীনগর বিমানবন্দরের সমস্ত ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। শ্রীনগর বিমানবন্দরের তরফে সোশ্যাল মিডিয়া বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর বিমানবন্দরের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। অসুবিধার জন্য আমরা দুঃখিত’। তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কও। নেভিউগ টানেলের কাছে ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ইতিমধ্যেই কর্মীরা রাস্তা পরিষ্কার করার কাজে লেগে পড়েছেন।

 

 

আবহাওয়া এবং রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বানিহাল-বারামুল্লা রুটে ট্রেন পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে বরফ0 জমে যাওয়ায় ট্রেন চালু করতে সমস্যা হচ্ছে। বরফ সরানোর কাজ চলছে, আবহাওয়া স্বাভাবিক পরিষেবা ফের চালু হবে। বরফ পড়ে খারাপ আবহাওয়ার কারণে একাধিক জায়গায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। পরিস্থিতির দিকে নজর রেখেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।