আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় রবিবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন যাত্রী, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। একটি প্রাইভেট কার এবং একটি এসইউভি’র মুখোমুখি সংঘর্ষের পরপরই গাড়িটি আগুনে ফেটে যায়। চোখের পলকে আগুনে পুড়ে প্রাণ হারান গাড়ির সকল আরোহী। রবিবার বিকেল প্রায় সাড়ে ৩টার সময় সুরেন্দ্রনগর জেলার দেদাদারা গ্রামের কাছে দ্রুতগামী একটি কার ও একটি এসইউভি’র মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় কারটি মুহূর্তের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। ভেতরে থাকা সাতজন যাত্রী কোনওভাবেই বের হতে পারেননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ধাক্কায় গাড়িটি সঙ্গে সঙ্গে জ্বলতে শুরু করে। ভেতরে থাকা আরোহীরা বের হওয়ার আগেই আগুন পুরো গাড়ি গ্রাস করে ফেলে। ভাধভান থানার পরিদর্শক পি.বি. জাদেজা জানান— “কারের ভেতরে থাকা সাতজন আরোহী দগ্ধ হয়ে মারা গেছেন। অন্যদিকে এসইউভি’র তিনজন আরোহী সামান্য আহত হয়েছেন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: নাগরিকত্ব প্রমাণে ঠিক কোন কোন নথি লাগবে? সংসদে কী উত্তর দিল কেন্দ্র জেনে নিন
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার কার্যক্রম চালানো হয়। কিন্তু গাড়ির ভেতরে থাকা দগ্ধ মৃতদেহগুলো এতটাই ভয়াবহভাবে পুড়ে গেছে যে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু বছর পর এত বড় সড়ক দুর্ঘটনার সাক্ষী হল এই এলাকা। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার আসল কারণ— অতিরিক্ত গতি, চালকের অসাবধানতা নাকি অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি— তা খতিয়ে দেখা হচ্ছে।
