আজকাল ওয়েবডেস্ক: আরজেডি নেতা তেজ প্রতাপ সিং যাদব শুক্রবার দলীয় সমর্থকদের সঙ্গে হোলি উদযাপন করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে নাচতে বাধ্য করেন। একটি ভিডিওতে দেখা যায়, তেজ প্রতাপ এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে বলেন, “আরে সিপাহী, একটা গান বাজাবো, তাতে তোমাকে নাচতে হবে। না নাচলে সাসপেন্ড করা হবে।”
সাবেক বিহার মন্ত্রী তেজ প্রতাপ আরও বলেন, “বুড়া না মানো, হোলি হ্যায়,” অর্থাৎ হোলির দিন মজা করার কথা বলে তিনি বিষয়টি হালকাভাবে উপস্থাপন করেন। বাধ্য হয়ে সেই পুলিশ কর্মী কিছুক্ষণ নাচেন, আর তেজ প্রতাপ ও তাঁর সমর্থকেরাও এতে যোগ দেন।
তেজ প্রতাপ ‘কুর্তা ফাড়’ হোলি উদযাপনেও অংশ নেন, যেখানে রঙ মাখানোর পর লোকজনের জামা ছিঁড়ে ফেলা হয়। ভিডিওতে দেখা যায়, তাঁর সমর্থকরা একজন ব্যক্তির প্যান্ট জোর করে ছিঁড়ে ফেলছে এবং তাঁকে মাটিতে ফেলে দিচ্ছে, যদিও সেই ব্যক্তি প্রতিরোধের চেষ্টা করছিলেন।
এই ঘটনার পর বিহারের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেডিইউ, বিজেপি এবং কংগ্রেস সবাই এই ঘটনা নিন্দা জানিয়েছে। জেডিইউ-এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ কড়া ভাষায় এই কাজের সমালোচনা করেন এবং বলেন, “এই ধরনের আচরণের বিহারে কোনো স্থান নেই। তেজ প্রতাপ যাদবের মতো নেতারা বুঝতে পারছেন না যে বিহারের পরিস্থিতি এখন বদলে গেছে।”
বিজেপির তরফ থেকে জানানো হয়, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, আরজেডি-কে ক্ষমতা থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা কতটা বেশি।
এদিকে, হোলির অনুষ্ঠানে তেজ প্রতাপ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকেও তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “নিতীশ কুমারকে কাকাও বলা যায় না, তাঁর মানসিকতা সবাই দেখেছে।”
তেজ প্রতাপ আরও ঘোষণা করেন, “আসল হোলি তখনই হবে, যখন আরজেডি ক্ষমতায় আসবে।” তিনি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
