আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ভিরারে সম্প্রতি দুই শ্রমিকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দুইজনের সংঘর্ষে দেখা যাচ্ছে। একজন রিকশা চালক ও এক বাইক আরোহী রাস্তার ধারে তর্ক করছেন।মুহুর্তের মধ্যে এই সংঘর্ষ হিন্দি বনাম মারাঠি ইস্যুতে পরিণত হয়। ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা গিয়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটে ভিরার স্টেশনের কাছে। উত্তরপ্রদেশের বাসিন্দা ভাবেশ পাডোলিয়া ও একজন রিকশাচালকের মধ্যে ওভারটেকিং নিয়ে সামান্য ট্রাফিক বিরোধের ফলে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে ও ভিডিও প্রমাণ অনুসারে, রিকশাচালককে বারবার 'ম্যায় হিন্দি বলুঙ্গা (আমি হিন্দিতে কথা বলব)' বলতে শোনা গিয়েছে। অন্যদিকে মিঃ পাডোলিয়া জনসাধারণের সামনে এর বিরোধিতা করে৷ 

সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের ঝাঁসি থেকে এসেছেন পাডোলিয়া। ঘটনার দিন বোনের সঙ্গে স্টেশনের দিকে যাচ্ছিলেন তাঁরা। ঠিক তখনই এক রিকশাচালক তাঁদের ওভারটেক করে। এরপর এক কথা দু'কথা থেকে বিবাদ চরমে পৌঁছয়। একজন বলে হিন্দি বলবে আরেকজন তার বিরোধিতা করে৷