আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। তার শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু অনিবার্য কারণবশত সেই শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। তারই পরিবর্তিত দিন জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী সোমবার ৯ সেপ্টেম্বর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি। উল্লেখ্য, বুধবাদ ঘোষণা করে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না। স্থগিত হয়ে যাওয়ায় কার্যত হতাশ হয়ে পড়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। বুধবার রাতে একাধিক কর্মসূচিও ছিল তাঁদের। সূচি অনুযায়ী সমস্ত আন্দোলন হলেও তখনও পর্যন্ত শুনানির পরবর্তী তারিখ জানানো হয়নি।
এবার তারিখ জানিয়ে দেওয়ায় নতুন করে আশার আলো দেখছেন তাঁরা। সিবিআই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনও পদক্ষেপ দেখা যায়নি। সেই গ্রেপ্তারিও আরজি করের আর্থিক দুর্নীতিতে।
আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে শহরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। শহরজুড়ে রাতভর জমায়েতের চিত্র দেখা গিয়েছে। এরপরেই বৃহস্পতিবার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে দিল শীর্ষ আদালত। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কী জানায় তারই অপেক্ষায় দেশবাসী।
