আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাফল্য গোটা বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে। সোমবার দিল্লিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
গুরুত্বপূর্ণ ভারত–ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তি সরকারিভাবে ঘোষণার আগে তাঁর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরসুলা ভন ডার লেয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ঐতিহ্যবাহী বাগিতে কস্তা ও ভন ডার লেয়েনের সঙ্গে অনুষ্ঠানে এসে গার্ড অব অনার গ্রহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির দেহরক্ষীরাও।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ভন ডার লেয়েন লেখেন, ‘প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে। এর সুফল আমরা সবাই পাব।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত–ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ বৈঠকের আগেই তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত–ইইউ সম্মেলন।
সেখানে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সমাপ্তি ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
২০২৩–২৪ অর্থবর্ষে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে প্রায় ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারে। আধিকারিকদের মতে, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারত ও ইইউ-র মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বহুগুণে বাড়বে।
তবে এই চুক্তি হয়ে গেলে শুধু বাণিজ্যের পরিমাণ নয়, একাধিক ক্ষেত্রে ভারত–ইউরোপিয়ান সম্পর্কের গুণগত পরিবর্তন আসতে পারে বলেও আশা করা হচ্ছে।
বিশেষ করে যখন ওয়াশিংটনের শুল্কনির্ভর নীতির কারণে বিশ্বব্যাপী বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এই চুক্তি দুই পক্ষের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক সর্বোচ্চ ১১০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করছে ভারত। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বহুদিনের ফ্রি ট্রেড চুক্তি চূড়ান্ত হওয়ার প্রাক্কালে এই পদক্ষেপ দেশের বিশাল বাজার খুলে দিতে পারে। সে কারণে শুল্ক কমানোর এই পদক্ষেপকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবারই চুক্তির ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের ব্লক থেকে আমদানি হওয়া নির্দিষ্ট সংখ্যক গাড়ির উপর তাৎক্ষণিকভাবে কর কমাতে সম্মত হয়েছে।
এই ছাড় প্রযোজ্য হবে ১৫ হাজার ইউরোর (প্রায় ১৭,৭৩৯ ডলার) বেশি মূল্যের গাড়ির ক্ষেত্রে। সময়ের সঙ্গে সঙ্গে এই শুল্ক আরও কমিয়ে ১০ শতাংশে নামানোর পরিকল্পনাও রয়েছে।
এর ফলে ভক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউ-এর মতো ইউরোপীয় সংস্থাগুলির গাড়ি নির্মাতাদের জন্য ভারতের বাজারে প্রবেশ আরও সহজ হবে। তবে আলোচনা একেবারেই গোপনীয় হওয়ায় নাম প্রকাশ করতে চাননি সংশ্লিষ্ট সূত্র।
সরকারিভাবে ঘোষণা না হওয়ায় এই চুক্তিতে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রক ও ইউরোপীয় কমিশন মন্তব্য করতে অস্বীকার করেছে।
প্রত্যাশা করা হচ্ছে, মঙ্গলবারই ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন দীর্ঘদিনের আলোচনার পর ফ্রি ট্রেড চুক্তির সমাপ্তি ঘোষণা করবে। এরপর চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
