ভারী তুষারপাতে দুর্ভোগ কমছেই না। একের পর এক রাস্তা বন্ধ। যান চলাচল বন্ধ প্রায় হাজার রাস্তায়। পায়ে হেঁটে হোটেলে পৌঁছচ্ছেন পর্রযটকরা। যা ঘিরে চরম ভোগান্তির শিকার কয়েক হাজার মানুষ।
2
6
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশ জুড়ে ৮৩৫টি রাস্তা বন্ধ রয়েছে এই মুহূর্তে। এর মধ্যে একাধিক জাতীয় সড়ক রয়েছে। বরফের চাদরে ঢাকা পড়েছে এই রাস্তাগুলি।
3
6
ভারতের মৌসম ভবন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত হিমাচল প্রদেশ জুড়ে বৃষ্টি ও ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে ভারী তুষারপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
4
6
পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তুষারপাতের পরিমাণ আরও বাড়বে সোমবার থেকে। যার জেরে আরও একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হতে পারে। পর্যটকদের আগাম সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
5
6
প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাহুল ও স্পিতিতে ২৮২টি, সিমলায় ২৩৪টি, মান্ডিতে ১১০টি, চাম্বায় ৭৮টি, কুল্লুতে ৬৫টি, সিরমুরে ৪১টি, কিন্নরে ১৮টি রাস্তা বন্ধ রয়েছে।
6
6
১৯৪২টি ট্রান্সফরমারের কাজ ব্যাহত হয়েছে। জেলায় জেলায় জল ও বিদ্যুৎ বিভ্রাট জারি রয়েছে। আজ হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।