বর্তমানে বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন বিক্রান্ত মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, গ্ল্যামারের টানে নয়, বরং শুধুমাত্র পড়াশোনার খরচ চালানোর তাগিদে মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।
2
6
কিশোর বয়সে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতেন বিক্রান্ত। দিনে ১৬ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি, নাচের ক্লাস এবং পড়াশোনা—সবই চলত একসঙ্গেই। সেখানেই একদিন এক টেলিভিশন প্রযোজকের নজরে পড়েন তিনি। অভাবের তাড়নায় অভিনয়ে রাজি হয়ে গেলেও, প্রথম দিনের অভিজ্ঞতা ছিল মানসিকভাবে বিধ্বস্ত করার মতো।
3
6
বিক্রান্ত জানান, ২০০৪ সালের ১৯ ডিসেম্বর তাঁর জীবনের মোড় ঘুরে গিয়েছিল। ম্যাড আইল্যান্ডের একটি স্টুডিওতে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ের এক প্রখ্যাত পরিচালক শো-টি পরিচালনা করছিলেন। কিন্তু প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করতে গিয়ে বারংবার ভুল করছিলেন বিক্রান্ত। আর এতেই ধৈর্য হারান পরিচালক।
4
6
অভিনেতার কথায়, "সেদিন পরিচালক মাইকে চিৎকার করে সবার সামনে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। অপমানে এবং লজ্জায় আমি হাউহাউ করে কেঁদে ফেলেছিলাম। ১০০ জন মানুষের সামনে ওইভাবে অপমানিত হওয়া কোনও ১৬ বছরের কিশোরের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল।"
5
6
সেদিন প্রযোজকের কাছে বিক্রান্তের একটাই আক্ষেপ ছিল, "সবার সামনে কেন ওভাবে বললেন?" তবে ভেঙে পড়লেও হাল ছাড়েননি তিনি। অভিনেতা জানান, সেই পরিচালক সন্ধ্যায় এসে ক্ষমা চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই স্মৃতি আজও তাঁর মনে গেঁথে আছে।
6
6
অভিনেতা বিশ্বাস করেন, ওই কঠিন পরিস্থিতিই তাঁকে আজকের সফল অভিনেতা হিসেবে গড়ে তুলেছে। বিক্রান্তের কথায়, "আমি ক্ষমা করতে জানি, কিন্তু ভুলে যেতে নয়।" তাই কেরিয়ারের শুরুর দিকের এই ঘটনা আজও বিক্রান্তের স্মৃতির পাতায় লেখা অমলিন।