প্রজাতন্ত্র দিবসে উধাও ভরপুর শীতের আমেজ। সরস্বতী পুজোয় খানিকটা পারদ নেমেছিল। আবারও তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে বাংলায়। তবে কি শীতের বিদায় পর্ব চলেই এল!
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের তুলনায় খানিকটা বেড়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
3
6
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিউরিতে, ১২ ডিগ্রি সেলসিয়াস।
4
6
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কিছু কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে।
5
6
এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।
6
6
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।