আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ জল্পনা, ম্যারাথন বৈঠক শেষে সামনে এল দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। জল্পনায় শিলমোহর একপ্রকার। আপ-এর অতীশির পর বিজেপিও দিল্লিকে দিল মহিলা মুখ্যমন্ত্রী। গেরুয়া শিবির রাজধানীর জন্য ভরসা রাখল প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তার উপর। তথ্য, শীলা দীক্ষিত, সুষমা স্বরাজ, আতিশী মার্লেনার পর মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি। সূত্রের খবর, দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রবেশ বর্মা। 

 

রেখা গুপ্তা, শালিমার বাগ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জেতেন। বৃহস্পতিবার, অর্থাৎ আগামিকাল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। 

 

প্রায় তিন দশক পর দিল্লি বিজেপির দখলে। এতবছর পর ক্ষমতায় ফিরে, মুখ্যমন্ত্রীর আসনে গেরুয়া শিবির কাকে বসায় নজর ছিল সেদিকে। ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে বিজেপির দখলে ৪৮ আসন আসার পর থেকেই তুঙ্গে ওঠে চর্চা, কে হবেন মুখ্যমন্ত্রী? আলোচনায় ছিল একগুচ্ছ নাম। একই সঙ্গে আলচনা ছিল মহিলা মুখ্যমন্ত্রী নিয়েও। 

 

একদিকে জল্পনা, একদিকে পর পর বৈঠক গেরুয়া শিবিরের। সিদ্ধান্ত গ্রহণের জন্য বুধবার গেরুয়া শিবিরের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়  রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড় হবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। ওই দুই পর্যবেক্ষক বুধবারব সন্ধেয় দিল্লির বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন। পরিষদীয় দলের বৈঠকেই পরিষদীয় দলের প্রধান হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখার নাম ঘোষিত হয়। 

 

?ref_src=twsrc%5Etfw">February 19, 2025

 

নাম ঘোষণার পরেই বিধায়করা রওনা দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নরের বাড়ির উদ্দেশে। সেখানেই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি ইতিমধ্যে জানিয়েছেন, দিল্লির জন্য তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশি।