আজকাল ওয়েবডেস্ক : কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে বিরল লেপার্ড। তার একটি চোখ নীল এবং অন্য চোখ বাদামী। এক ছবি শিকারির তোলা ছবিতে এটি ধরা পড়ে।

ভারতের মাটিতে এই ধরণের চিতার দেখা মেলা ভার। এটি জিনগত পরিবর্তন হওয়ার ফলে ঘটেছে। নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি প্রকাশ করে আইএএস অফিসার সুপ্রিয়া সাহু লিখেছেন এই ধরণের ঘটনা বিরল। ভারতের মাটিতে যে এই ধরণের লেপার্ড দেখা যাচ্ছে এটা খুব ভাল খবর।

আরও ভাল খবর যে এই লেপার্ডটি মেয়ে লেপার্ড। তার ফলে এই ধরণের লেপার্ড আরও বাড়বে। ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়েছে। যে ফোটোগ্রাফার এই ছবি তুলেছে তার তারিফ করা হয়েছে। এই রকম লেপার্ড বিদেশের মাটিতে দেখা যায়। তবে ভারতের মাটিতে এই ছবি একেবারে বিরল।

অনেক দূর থেকে তোলা হলেও ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে লেপার্ড তার দুটি চোখে যেন দুটি আলাদা লেন্স পড়েছে। বন দপ্তরের কর্মীরা আশাবাদী যে এবার থেকে এই রকম লেপার্ড আরও বেশি দেখা যাবে। ফলে এখানে পর্যটক আরও বাড়বে। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সেটা সবরকম ভাবে দেখবে বন দপ্তর।