আজকাল ওয়েবডেস্ক: কঠোর আইন, শাস্তির বিধান থাকলেও অকুতভয় ধর্ষকরা। যা দেখে সেই আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এবার সেই আইন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ কিষাণরাও বাগাড়ে। ধর্ষকদের মনে ভয় ঢুকিয়ে দিতে বিতর্কিত প্রস্তাব দিলেন রাজ্যপাল।
মহাত্মা গান্ধী ভেটেরিনারি কলেজে ভরতপুর বার কাউন্সিলের শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল হরিভাউ কিষাণরাও বাগাড়ে বলেন, "অসংখ্য আইন এবং শাস্তি রয়েছে, কিন্তু অপরাধীদের মনে এখনও কোনও ভয় নেই। ধর্ষকদের ঘটনাস্থলেই ধরে গণধোলাই দেওয়া উচিত। পৌর এলাকায় কুকুরের সংখ্যা যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, তখন তাদের নপুংসক করে দেওয়া হয়। একইভাবে, ধর্ষকদের কুকুরের মতো নপুংসক করে দেওয়া উচিত।"
রাজ্যপাল বাগাড়ের মতে, যারা ভুক্তভোগীদের সাহায্য করার পরিবর্তে এই ধরনের জঘন্য অপরাধের ভিডিও রেকর্ড করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। বলেন, "নারীদের জনসমক্ষে শ্লীলতাহানি এবং ধর্ষণ করা হয়, কিন্তু মানুষ দুর্বৃত্তদের মোকাবেলা করতে ভয় পায়। বদলে ভিডিও ক্লিপ করা হয়। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।"
দক্ষিণ রাজস্থানের বেওয়ারের বিজয়নগরে এক মাসেরও বেশি সময় ধরে পাঁচজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কমপক্ষে ১১ জনকে গ্রেপ্তারের করা হয়েছে। কিন্তু, সেই ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ অব্যবহত। সেই প্রেক্ষিতে বাগাড়ের রাজ্যপাল বাগাড়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে।
