আজকাল ওয়েবডেস্ক : অযোধ্যা রাম মন্দির থেকে এবার মোটা অঙ্কের জিএসটি পেতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ট্রাস্ট সভাপতি চম্পাত রাই জানিয়েছে এখনও পর্যন্ত রাম মন্দির সম্পূর্ণ তৈরী হয়নি। কিন্ত যেটা অনুমান করা হচ্ছে এখন থেকে কেন্দ্রীয় সরকার ৪০০ কোটি টাকা জিএসটি পেতে চলেছে। 

 

মোট ৭০ একর জমিতে ১৮ টি মন্দির তৈরী করা হয়েছে। এই সবকটা মন্দির থেকে মোটা অঙ্কের কর পেতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

 

চলতি বছরেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘একদিন যাঁরা বলেছিলেন মন্দির তৈরি হলে দেশে আগুন জ্বলবে, আজ প্রমাণিত, তাঁরা ভুল ছিলেন। রামচন্দ্র বিবাদ নন, তিনি এ দেশের সমাধান। রাম আগুন নন, তিনি শক্তি। রাম শুধু আমাদের নন, তিনি সবার। তিনি শুধু বর্তমানের নন, তিনি চিরকালীন।’

 

এই অনুষ্ঠানে যোগ দেননি দেশের বিরোধী জোট ইন্ডিয়ার আমন্ত্রিত সব নেতা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও আসেননি চার শঙ্করাচার্যের কেউই। তাঁদের মতে, অসমাপ্ত মন্দিরের উদ্বোধন ও সেখানে রাখা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হিন্দুমতে অধর্ম। তা ছাড়া তাঁরা প্রকাশ্যে জানিয়েছিলেন, মন্দির উদ্বোধনের নামে যা হচ্ছে, তা ধর্ম নয়, পুরোটাই রাজনীতি।