আজকাল ওয়েবডেস্ক: আজ হলেই শেষ হচ্ছে এবছরের রাজ্যগুলির বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার ভোট তেলেঙ্গানায়, ৩ তারিখ ৫ রাজ্যের ভোটের ফলাফল। তারপরের দিন অর্থাৎ ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ঠিক তার আগে সাংসদদের ডু"জ-ডোন্ট মনে করানো হল। বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষ প্রতিদিন উত্তাল হয়েছে। বিরোধী দলগুলি মণিপুর সহ একাধিক ইস্যুতে সুর চড়িয়েছিল প্রায় প্রতিদিন। শীতকালীন অধিবেশনে মহুয়া মৈত্র সহ একগুচ্ছ বিষয়ে আলোচনা হবে। স্বাভাবিক ভাবেই ব্যাপক হইচইয়ের সম্ভাবনা রয়েছে শীতকালীন অধিবেশন জুড়েও। ঠিক তার আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিজ্ঞপ্তি জারি করে সাংসদদের বেশ কিছু বিষয় মনে করিয়ে দিতে চেয়েছেন। তার মধ্যে রয়েছে কক্ষের ভেতর চিৎকার, তর্ক করা এবং স্লোগান দেওয়া থেকে বিরত থাকা। তবে তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা হল যে কোনও বিষয় নিয়ে নোটিশ। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, চেয়ারম্যানের সম্মতির পূর্বে কোনও সদস্য বা কেউ কাউন্সিলে কোন প্রসঙ্গ উত্থাপনের নোটিশ দিতে পারবেন না। রাজ্য সভার সাংসদদের কক্ষের মধ্যে কঠোর ভাবে "জয় হিন্দ", "বন্দে মাতরম"-এর মতো স্লোগান এবং প্ল্যাকার্ড নেড়ে স্লোগান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। হাউসের ভেতরের একাধিক বিষয়ের নিয়মাবলীর কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সাংসদদের বলা হয়েছে লিখিত বক্তব্য না পড়ার জন্য, এবং নতুন সদস্যদের জন্য জানানো হয়েছে, বক্তব্য যেন কোনওভাবেই ১৫ মিনিটের বেশি না হয়। তাঁদের উপস্থিতির বিষয়েও কঠোর বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে কোনও সাংসদ যদি বিনা অনুমততে ৬০ দিন অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর আসন শূন্য বলে গণ্য করা হবে। সংসদ এবং তার ময়দানে ধূমপান নিষিদ্ধ।
