আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত রাস্তায় থমকে যান চলাচল। একপাশ দিয়েই যাচ্ছিল বরযাত্রীদের শোভাযাত্রা। ব্যান্ডপার্টির সঙ্গে নাচতে নাচতে যাচ্ছিলেন বরযাত্রীরা। সেখানেই ছিলেন একদল মহিলা। পরনে সাবেকি সাজ। কিন্তু মাঝ রাস্তায় সেই মহিলারাই যা করলেন, তা দেখেই চোখ ছানাবড়া সকলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ভরা রাস্তায় বরযাত্রীদের শোভাযাত্রা থামিয়ে মদ্যপান করছেন একদল মহিলা। তবে প্রকাশ্যে মদ্যপান করলেও, মুখ কাউকে দেখাননি। ঘোমটার নীচে মুখ ঢেকে, বিয়ারে চুমুক দিতে দেখা গেছে তাঁদের।
?utm_source=ig_embed&ig_rid=953d7f8b-61bc-43b1-97d7-6cc27b289716
ঘটনাটি ঘটেছে রাজস্থানে। বরযাত্রীদের শোভাযাত্রায় রাজস্থানী পোশাকেই সেজে বেরিয়েছিলেন ওই মহিলা। গা ভরা গয়না, পরনে ঘাঘরা, ব্লাউজ, মাথায় ওড়না। সকলের মুখ ঘোমটার নীচে ঢাকা। বরযাত্রীদের শোভাযাত্রা থামিয়ে, রাস্তার একপাশে দাঁড়িয়ে বিয়ারের বোতলে চুমুক দিয়ে মদ্যপান করতে দেখা গেছে তিন মহিলাকে। ঢকঢক করে বিয়ার খেয়েই আবারও শোভাযাত্রায় সামিল হন তাঁরা।
বিয়েবাড়িতে হুল্লোড়ে মেতে থাকতে দেখা যায় সকলকেই। তবে প্রকাশ্যে মহিলাদের মদ্যপানের দৃশ্য, সচরাচর সকলের চোখে পড়ে না। ভিডিওটি ভাইরাল হতেই সকলেই চমকে গেছেন। কেউ কেউ আবার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। তবে অনেকেরই মতে, প্রকাশ্যে মদ্যপানের মতো ঘটনা এড়িয়ে যাওয়াই উচিত।
বিয়েবাড়িতে মদ্যপানকে কেন্দ্র করে গতবছর নভেম্বরে এক দুর্ঘটনা ঘটেছিল। টেবিলের উপর রাখা বোতলে রাখা ছিল 'মদ'। এমনটাই ভেবেছিলেন বৃদ্ধ। 'মদ' ভেবেই ঢকঢক করে খেয়েও ফেলেন। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন মেঝেতে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণেই মৃত্যু হয় ৬৭ বছরের বৃদ্ধের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম, ভগবান সিং। রবিবার পরিবারের সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেদার মদ্যপান করেছিলেন। রাতে ছেলের মধ্যে মত্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পর আবার টেবিলে রাখা বোতল থেকে 'মদ' খান ঢকঢক করে। তারপরেই ঘটে বিপত্তি।
ভগবান সিংকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
মৃত বৃদ্ধের পরিবার জানিয়েছে, বোতলের মধ্যে টয়লেট ক্লিনার রাখা ছিল। কিন্তু মদ্যপ অবস্থায় সেটি খেয়াল করেননি বৃদ্ধ। মদ ভেবে ঢকঢক করে টয়লেট ক্লিনার খেয়ে ফেলেছিলেন। এর জেরেই বিপত্তি ঘটে। অন্যদিকে উত্তরাখণ্ডে পাহাড়ি এলাকায় বিয়েবাড়িতে মদ পরিবেশন করা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উড়িয়ে যারা মদ পরিবেশন করে, তাদের জরিমানা করা হয়। ওই বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন করাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়িয়েছে উত্তরাখণ্ডে।
