আজকাল ওয়েবডেস্ক: আসামী ধরতে গিয়ে মধ্যপ্রদেশে একপ্রকার রণক্ষেত্রের মুখে পড়ল গোয়া পুলিশ। আলরাজপুর জেলায় এক দাগি আসামীকে গ্রেপ্তার করে ফেরার পথে পুলিশের ওপর চড়াও হল এক দল দুষ্কৃতী। অভিযোগ, আসামীকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়া হয়। শুধু তাই নয়, এমনকী ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম হীরা সিং বামনিয়া। ২০০৯ সাল থেকে অপরাধের দুনিয়ায় হাত পাকানো হীরা গত পাঁচ বছর ধরে ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোয়া পুলিশের একটি দল তাকে আলরাজপুর থেকে পাকড়াও করে। থানায় আইনি প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সেরে তাকে নিয়ে যখন পুলিশ রওনা দেয়, তখনই ঘটে এই বিপত্তি।

থানার এলাকা পার হতেই ১৫-২০ জন সশস্ত্র যুবক বাইকে করে এসে পুলিশের গাড়ি ঘিরে ধরে। প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল। মুহূর্তের মধ্যে শুরু হয় ইঁটবৃষ্টি। পুলিশের গাড়ির কাচ ভেঙে চুরমার করে দেয় হামলাকারীরা। অভিযোগ, কাটারি ও দা নিয়ে পুলিশ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। লক্ষ্য ছিল একটাই - হীরাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া।

এই হামলায় গোয়া পুলিশের সাব-ইন্সপেক্টর সীতারাম মালিক-সহ দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। সীতারামবাবুর কাঁধে গুরুতর চোট লেগেছে। তবে প্রাণের ঝুঁকি নিয়েও পুলিশ কর্মীরা আসামীকে হাতছাড়া হতে দেননি। পরে স্থানীয় থানার বাড়তি বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

ইতিমধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু করা হয়েছে। ফেরার দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ।