আজকাল ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় বাড়ির বন্ধ দরজার ভিতরে স্ত্রীকে বেধড়ক মারধর। তারপর চুলের মুঠি ধরে বাইরে বের করে দুই পা বেঁধে দিল বাইকের পিছনে। ওই অবস্থাতেই গোটা গ্রামে স্ত্রীকে ঘোরাল সে। স্বামীর বাইক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে স্ত্রীকে। অকথ্য অত্যাচারের এই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগাউর জেলায়। এক মাস আগে ঘটনাটি ঘটে নরসিংহপুর গ্রামে। ৩২ বছরের ওই যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্ত্রী যদিও লিখিত অভিযোগ দায়ের করেননি। বর্তমানে স্বামীর সঙ্গেও থাকেন না। কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখে তদন্তে নামে পুলিশ। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছেন, ওই যুবক নিত্যদিন মদ্যপান করে স্ত্রীর উপর অত্যাচার করত। গ্রামের কারও সঙ্গে মিশতে দিত না। এমনকী পরিবারের কারও সঙ্গে যোগাযোগ রাখতে দিত না। একমাস আগে স্বামীর নিষেধের তোয়াক্কা না করে জয়সালমেরে বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিল তরুণী। এই ঘটনার পরেই চরম শারীরিক নির্যাতন করে তাঁকে। বাইকের পিছনে পা বেঁধে, টেনে হিঁচড়ে গোটা গ্রামে ঘোরায়। সাহায্যের জন্য তরুণী চিৎকার করলেও, কেউ এগিয়ে যাননি যুবকের ভয়ে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে সে গ্রেপ্তার।