আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সঙ্গে প্রচণ্ড বচসার পর মিটমাট করতে চেয়েছিলেন স্বামী। গিয়েছিলেন স্ত্রীর রাগ ভাঙাতে। কিন্তু, তিনি যা দেখলেন তা খুবই মর্মান্তিক। প্রশ্ন তুলে দিয়েছে স্বামী-স্ত্রীর পারস্পরিক বিশ্বাসের উপর।

কী এমন দেখলেন স্বামী? মধ্যরাতে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিছানায় দেখে হতবাক হয়ে যান তিনি।

৩০ জুন জয়পুরের একটি মধ্যবিত্ত এলাকার বাসিন্দা ভানওয়ারলাল তাঁর স্ত্রী সুমনকে অন্য একজন পুরুষ লাডু রামের সঙ্গে বিছানায় দেখতে পান। দম্পতি আগে ঝগড়া করেছিল, সুমন রাগ করে অন্য ঘরে চলে যায়। তবে, ভানওয়ারলাল যখন পুনর্মিলন করতে যান, তখন তিনি ওই মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হন।

স্বামী বিষয়টি দেখে ফেলেছে জেনেই সুমন তাঁর স্বামীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। যার ফলে লাডু রাম পালিয়ে যেতে বাধ্য হন। হট্টগোল শুনে পরিবারের সদস্যরা ভানওয়ারলালকে সাহায্য করতে ছুটে যান।

ঘটনার পর, সুমনের ঘরে তল্লাশি চালিয়ে সন্দেহজনক জিনিসপত্র পাওয়া যায়।  যার মধ্যে রয়েছে সাদা পাউডারের মতো পদার্থ, নেশার বড়ি এবং আলমারিতে থাকা একটি সিরিঞ্জ। ভানওয়ারলাল দাবি করেছেন যে এগুলি তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগের জন্য ব্যবহার করা হচ্ছে, যা তার স্বাস্থ্যের অবনতি থেকে প্রমাণিত হয়েছে।

পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য জিনিসগুলি জব্দ করেছে এবং কোনও বিষক্রিয়া আছে কিনা তা নির্ধারণের জন্য মেডিকেল পরীক্ষা করছে।

পুলিশের তদন্তে জানা গিয়েছে যে, ২০২৪ সালের মার্চ মাসে, সুমন পূর্বে লাডু রামের সঙ্গে পালিয়ে গিয়েছিল, যার ফলে ভানওয়ারলাল অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছিলেন। যদিও সে কিছুক্ষণ পরেই ফিরে এসেছিল, ভানওয়ারলাল লাডু রামের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।