আজকাল ওয়েবডেস্ক : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান। কারাউলি জেলায় সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাজস্থান জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হওয়া অফিস। ২৪ ঘন্টা টানা বৃষ্টির ফলে রাজস্থান পূর্ব এবং পশ্চিম একেবারে জলের তলায়।

রোজকার কাজ যেমন সমস্যার মধ্যে পড়েছে তেমনি নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। বার্মের জেলায় গত ২৪ ঘন্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝোড়ো হাওয়া। রাজস্থান সরকার ইতিমধ্যে সমস্ত সরকারি ছুটি বাতিল করেছে। শহরে নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এখনও কোনও সতর্কতা জারি করা না হলেও আগে থেকে সকলকে তৈরী থাকতে বলেছে সরকার।

সমস্ত নেতাদের নিজেদের এলাকায় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজস্থান নয়, আশেপাশের অন্য রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে খবর। স্কুল, কলেজ সব খোলা রয়েছে। কিন্ত যদি বেশি বৃষ্টি হয় তবে প্রয়োজন হলে ছুটি দিয়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে গোটা রাজস্থান জুড়ে এখন বর্ষার দাপট।