আজকাল ওয়েবডেস্ক: আপনার রেলের টিকিট কনফার্মড? এখন আর যাত্রার চার ঘণ্টা আগে নয়, জানা যাবে ২৪ ঘণ্টা আগে। ভারতীয় রেল এই নতুন নিয়ম আনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।
দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে অনেকেই দু’মাস আগে থেকে টিকিট কাটেন। তবুও টিকিট কনফার্মড হয় না। রেলের নিয়মও তাই। দু’মাস আগে টিকিট কাটা যেতে পারে। অনেক ট্রেনের ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়। লম্বা হতে থাকে ওয়েটিং লিস্ট। সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে এত দিন অপেক্ষমাণ যাত্রীরা জানতে পারতেন তাঁদের টিকিট নিশ্চিত হয়েছে কি না। যাত্রীদের অভিযোগ, মাত্র চার ঘণ্টা আগে জানতে পারলে শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয় না। অনেক সময়ই যাত্রা বাতিল করতে হয়।
এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল ভারতীয় রেল। ২৪ ঘণ্টা আগে টিকিটের কনফার্মড তালিকা প্রকাশ করার ভাবনাচিন্তা শুরু হয়েছে। যদিও সরকারিভাবে এখনও সিদ্ধান্ত কিছু হয়নি। আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে বলে রেল সূত্রে জানা গেছে।
