আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে, রেলওয়ে বোর্ড গ্রুপ সি পদে সমস্ত মুলতুবি থাকা বিভাগীয় নিয়োগ বাতিল করেছে। বুধবার রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, "সম্প্রতি বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে, যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৪ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত চূড়ান্ত অনুমোদিত না হওয়া সমস্ত নিয়োগ এবং এলডিসিই/জিডিসিই পরীক্ষাগুলি বাতিল করা হবে।"
বোর্ড আরও জানিয়েছে, "পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে না। বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট নিয়মাবলী জানানো হবে।"
এছাড়া, রেল মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি)-এর মাধ্যমে সমস্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কেন্দ্রিক কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই সিদ্ধান্ত সিবিআই-এর দ্বারা পূর্ব-মধ্য রেলের ২৬ জন রেলকর্মীকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করার একদিন পরে করা হল।
