আজকাল ওয়েবডেস্ক: কর্নাটক, তামিলনাড়ু সহ দেশের সাত রাজ্যের ১৭ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান বলে জানা গেছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবার (এলটিই) কয়েক জন জেলবন্দি সদস্যকে জেরা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালাচ্ছে এনআইএ। সন্ত্রাসবাদী মামলায় যুক্ত কয়েক জন সন্দেহভাজনের খোঁজে এই অভিযান চলছে। সম্প্রতি বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ ঘটেছে। সেই কাণ্ডে সন্দেহভাজনের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে বলে এনআইএ–র সন্দেহ। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বেঙ্গালুরু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল। পাঁচ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় চলতি বছরের জানুয়ারিতে আট জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। সেই চার্জশিটে নাম থাকা দু’জন এখনও পলাতক। সেই পলাতকদের খোঁজেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।
