আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনে মহিলা ভোটারদের আকর্ষণ করতে একাধিক কৌশল নেয় রাজনৈতিক দলগুলি। ব্যতিক্রম নয় বিহারও। চলতি বছরের শেষেই বিহারে বিদানসবা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেইহেতু 'প্যাডম্যান' সিনেমায় অনুপ্রাণিত কংগ্রেস বিহারের মহিলাদের মন জয়ে এক বিরাট উদ্যোগ নিয়েছে। ভোটের আগেই চালু হয়েছে 'প্রিয়দর্শিনী উড়ান যোজনা'। এই প্রকল্পের আওতায় রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা হচ্ছে। যা নিয়েই বিতর্ক, কারণ বিলি করা প্যাডের বাক্সগুলিতেই জ্বলজ্বল করছে রাহুল গান্ধির ছবি।

এই প্রকল্পটি মূলত মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশিই এটি কংগ্রেসের একটি বৃহত্তর নারী-কেন্দ্রিক নির্বাচনী প্রচারেরও অঙ্গ। তাই প্যাডের বাক্সে কেবল রাহুল গান্ধীর ছবি নয়, কংগ্রেসের একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছাপা রয়েছে। লেখা আছে, অবহেলিত পরিবারের মহিলাদের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকার আর্থিক সাহায্যের কথা।

কংগ্রেসের এই উদ্যোগের সমালোচনায় মুখর বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী টুইট করে লেখেন, "স্যানিটারি প্যাডে রাহুল গান্ধির ছবি দিয়ে বিহারের মহিলাদের অপমান! কংগ্রেস একটি নারী-বিরোধী দল! বিহারের মহিলারা কংগ্রেস এবং আরজেডিকে উচিত শিক্ষা দেবেন"

বিহারের রাজনীতিতে বিরোধী শিবিরের জোট 'মহাগঠবন্ধন' তাদের পক্ষ থেকে ঘোষণা করেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে 'মাই বেহন মান যোজনা'র অধীনে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ২,৫০০ করে দেওয়া হবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারও 'মহিলা সংবাদ' নামের একটি গ্রামীণ পর্যায়ে সংযোগ প্রকল্প চালু করেছে, যার লক্ষ্য হল রাজ্যের ২ কোটি মহিলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

এই পরিস্থিতিতে কংগ্রেসের স্যানিটারি প্যাড বিতরণ কৌশল রাজনীতির কেন্দ্রবিন্দুতে।