আজকাল ওয়েবডেস্ক :  আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নতুন দাবি। তাঁর মতে, ভোটে লড়ার বয়স কমিয়ে নিয়ে আসা হোক ২১ বছরে। বর্তমানে এই বয়স ২৫ বছর রয়েছে। এই বয়সসীমাকে কমিয়ে নিয়ে এসে দেশ আরও তরুণ সাংসদ-বিধায়ক পাবে। ফলে নতুনদের হাত ধরে দেশের উন্নতি গতি পাবে।

রাজ্যসভায় সবথেকে তরুণ সাংসদ হিসাবে নিজের নাম লিখিয়েছেন রাঘব চাড্ডা। সংসদের উচ্চকক্ষে তিনি বলেন, দেশের ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছর। ৫০ শতাংশ মানুষের বয়স ২৫ বছরের নিচে। প্রথম লোকসভা যখন গঠন করা হয়েছিল তখন ২৬ শতাংশ সদস্যের বয়স ৪০ বছরের কম ছিল। কিন্তু ১৭ তম লোকসভা নির্বাচনে মাত্র ১২ শতাংশ সাংসদের বয়স ৪০ বছরের কম। এই হিসাবকে সামনে রাখলে দেখা যায় সংসদে তরুণ সাংসদের সংখ্যা বেশ কম। আমাদের দেশ যুবদের দেশ, সেখানে রাজনীতিবিদরা পুরাতন হবে কেন ?

নতুন সাংসদ এলে দেশের দ্রুত উন্নতি হবে। তাই ভোটে লড়ার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করা হোক। দেশের যুব সমাজ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ক্রীড়াব্যক্তিত্ব, বিজ্ঞানী হতে চায়। কিন্তু রাজনীতিবিদ হতে চায় না। এই ধারণা বদলাতে হবে। যুব সমাজকে রাজনীতিতে আরও নিয়ে আসতে হবে। যেখানে ভোটদানের বয়স ১৮, সেখানে ভোটে লড়ার বয়স ২১ হতে ক্ষতি কী ?  প্রসঙ্গত, রাঘব চাড্ডা রাজ্যসভার সাংসদ। পাঞ্জাব থেকে তিনি জিতে এসেছেন। আপের সঙ্গে তিনি ২০১২ সাল থেকে রয়েছেন। তবে রাজনীতিবিদের পাশাপাশি তিনি একজন চ্যাটার্ড অ্যাকাউন্টটেন্ট। দেশের যুব সমাজ যদি রাজনীতিতে আসে তবে দেশ দ্রুত উন্নতির পথে যাবে, দাবি আপের এই সাংসদদের।