আজকাল ওয়েবডেস্ক: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর পদক্ষেপ আরও পোক্ত হল। রাফালের যুদ্ধবিমানের যন্ত্রাশ তৈরির জন্য ইতিমধ্যেই ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)। টাটা অ্যাডভান্সড সিস্টেমসের তরফে বৃহস্পতিবার এই কথা ঘোষণা করা হয়েছে।
এই চুক্তির ফলে মোদি সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রতিরক্ষা কর্মসূচি ও 'আত্মনির্ভর ভারত' মিশন আরও গতি পেল।
টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে ড্যাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে চারটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্ট হয়েছে। সেই চুক্তি অনুযায়ী রাফালের ফিউজেলেজ বানাবে টাটা গোষ্ঠী। অর্থাৎ যুদ্ধবিমানের দেহের খোল বা কাঠামো তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেম। ২০২৮ অর্থবছরের মধ্যে যা চালুর আশা করা হচ্ছে।
রাফাল যুদ্ধবিমান তৈরির জন্য হায়দ্রাবাদে বিশেষ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তোলা হবে। সেখানেই তৈরি হবে রাফালের গঠনগত উপাদান।
এই প্রথম রাফাল যুদ্ধবিমানের কোনও অংশ ফ্রান্সের বাইরে তৈরি হতে চলেছে। ফলে টাটা গোষ্ঠীর সঙ্গে ড্যাসল্ট অ্যাভিয়েশনের এউ চুক্তি যুগান্তকারী বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতীয় সেনার হাতে এখন যে সব রাফাল যুদ্ধবিমান রয়েছে, সেগুলির সবটাই ফ্রান্সে তৈরি হয়েছে।
ড্যাসল্ট অ্যাভিয়েশনের চেয়ারম্যান এবং সিইও এরিক ট্র্যাপিয়ার জোর দিয়ে বলেন যে, এই অংশীদারিত্ব "ভারতে আমাদের সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি নির্ণায়ক পদক্ষেপ।"
টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)-এর সিইও এবং এমডি সুকরণ সিং এই অংশীদারিত্বকে ভারতের মহাকাশ যাত্রায় একটি মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন, যা ভারতের উৎপাদন দক্ষতা এবং ভারতীয় অংশীদারদের উপর আন্তর্জাতিক মহাকাশ নেতৃত্বেরআস্থা উভয়ই প্রদর্শন করে। সুকরণ সিং বলেছেন, "ভারতে সম্পূর্ণ রাফালে বিমানের ফিউজলেজের উৎপাদন টাটা অ্যাডভান্সড সিস্টেমের ক্ষমতার উপর গভীর আস্থা এবং ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে আমাদের সহযোগিতার শক্তিকে তুলে ধরে। আকাশ পথে যুদ্ধ সরঞ্জাব জোগাড়ে ভারত যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এই চুক্তি সেদিকটিই প্রতিফলিত করে।"
