হওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে না, বা ভেস্তে যাচ্ছে? প্রতিপদে বাধা পাচ্ছেন কাজে? সমস্যা বিপদে একেবারে জর্জরিত? তাহলে পান খাওয়ার বদলে সেটা দিয়ে করুন এই টোটকা। পান পাতার এই টোটকা করলে বন্ধ ভাগ্যের তালা খোলে, সহায় হয়। ছবি- সংগৃহীত
2
6
অর্থকষ্টে ভুগছেন? প্রতি মাসে টানাটানি চলছে? তাহলে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে তার কৃপা পেতে চাইলে প্রতি শুক্রবার করে একটি পান পাতা নিয়ে সেটা আগুনে পুড়িয়ে দিন। এরপর সেই ছাই কোনও গাছের গোড়ায় দিয়ে দিন। দূর হবে অর্থাভাব, দারিদ্র। আর্থিক অবস্থা ভাল হয়। ছবি- সংগৃহীত
3
6
চাকরি পাচ্ছেন না শত চেষ্টার পরেও? চাকরি বদলাতে চাইছেন, এদিকে অভিজ্ঞতা, কোয়ালিফিকেশন থাকার পরও ডাক আসছে না? বারবার রিজেক্ট হচ্ছেন? তাহলে পান পাতা দিয়ে করুন এই টোটকা। মনের ইচ্ছের কথা জানিয়ে গ্যাসে একটি পান পাতা জ্বালিয়ে দিন। এতে চাকরি সংক্রান্ত সমস্যা দূর হবে। উন্নতি হবে তরতরিয়ে। ছবি- সংগৃহীত
4
6
ঘরে যদি পান পাতা জ্বালান, তার গন্ধ গোটা বাড়িতে ছড়াতে দেবেন। এতে ইতিবাচক শক্তি আকর্ষিত হয়। দূর হয় নেতিবাচক শক্তি। মানসিক চাপ কমে, ঝগড়া, অশান্তিও কমে আসে। সুখ, সমৃদ্ধি বজায় থাকে। ছবি- সংগৃহীত
5
6
আপনার বাড়িতে যদি কারও কুনজর পড়ে বা নেতিবাচক কিছু টের পান, এমনকী যদি কোনও বাস্তু দোষ থেকে থাকে, তাহলে প্রতি শনিবার করে এই টোটকা করুন। শনিবার করে গ্যাসে পান পাতা জ্বালান, এতে নেতিবাচক কিছু থেকে থাকলে বাড়িতে সেটা দূর হবে। রাহু, কেতুর প্রভাব কমে জন্মছক থেকে। ছবি- সংগৃহীত
6
6
তবে মনে রাখবেন এই টোটকা করার সময় যেমন তেমন পান পাতা নেবেন না। বরং চেষ্টা করুন অক্ষত, ফুটো নেই, ছেঁড়া নেই এমন পান পাতা নেওয়ার। খুঁত যুক্ত পাতা এড়িয়ে যাবেন। ছবি- সংগৃহীত