মুক্তির পর থেকেই সাফল্যের মুখ দেখছে 'বর্ডার ২'। তবে এই ছবিতে বরুণ ধওয়ানের অভিনয় নিয়ে বেশ চর্চা চলছে সমাজমাধ্যমে। সম্প্রতি ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করেছেন বরুণ। আর সেখানেই উঠে এসেছে এক ভয়ঙ্কর কাণ্ডের কথা।
2
5
‘বর্ডার ২’-এর শুটিং চলাকালীন ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি তাঁর মেরুদণ্ডের নিচের হাড় বা টেলবোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
3
5
স্টান্ট করার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের ওপর সজোরে আছড়ে পড়েন বরুণ। আঘাতটি সরাসরি তাঁর টেলবোনে লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে, আঘাত পাওয়ার পর যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।
4
5
সমাজমাধ্যমেও ঘটনার কথা ভাগ করে বরুণ লেখেন, 'বর্ডার ২-এর শুটিংয়ে আমি জীবনের সবচেয়ে ভয়াবহ চোট পাই। ক্যামেরার সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে সজোরে একটি পাথরের ওপর গিয়ে পড়ি এবং আমার মেরুদণ্ডের নিচের হাড় (টেলবোন) মারাত্মকভাবে জখম হয়। সেই ব্যথা ছিল অসহ্য, যা আগে কখনও অনুভব করিনি।'
5
5
বরুণ আরও লেখেন, 'একটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল, যা আজও পুরোপুরি সারেনি বলে আমার মনে হয়। সেদিন আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না, কিন্তু আমার টিমের সহযোগিতায় শুটিং চালিয়ে যেতে পেরেছি—তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এই জার্নিটার জন্য আমি সত্যিই ভাগ্যবান।'