মহাকাশের দিকে সারাদিন ধরেই নজর দিয়ে বসে আছেন নাসার বিজ্ঞানীরা। সেখানে তারা প্রতিদিনই নতুন ধরণের গ্রহ, নক্ষত্রের সন্ধান পাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন দিক।
2
9
সম্প্রতি নাসার বিজ্ঞানীরা একটি গ্রহ আবিষ্কার করেছেন। সেটির নাম রাখা হয়েছে আর্থ টু। এটিকে দেখতে নাকি একেবারে পৃথিবীর মতো। তাই একে পৃথিবীর ছোটোভাই বলাও যায়।
3
9
আমাদের পৃথিবী থেকে এটি ১৪৬ আলোকবর্ষ দূরে রয়েছে। তবুও এর উজ্জ্বলতা নাসার বিজ্ঞানীদের নজর কেড়েছে। এর কাছেও একটি সূর্যের মতো নক্ষত্র রয়েছে।
4
9
এই আবিষ্কার দেখে রীতিমতো উৎসাহিত হয়েছেন নাসার বিজ্ঞানীরা। তাহলে কি সেখানে মানুষের মতো কোনও প্রাণীর বাস রয়েছে। তারাও কি সেখান থেকে আমাদের দেখতে পাচ্ছে।
5
9
প্রাথমিকভাবে এমনটা মনে করা হলেও পরে সেখান থেকে সরে এসেছেন বিজ্ঞানীরা। এর প্রধান হল এই নতুন পৃথিবীর তাপমাত্রার হিসেব করে।
6
9
নতুন এই পৃথিবীতে তাপমাত্রা মঙ্গলের তুলনায় আরও ৬৮ ডিগ্রি মাইনাসে রান করতে পারে। ফলে সেখানে যদি জল থাকে তাহলে সেটিও রয়েছে কঠিন বরফের আকারে।
7
9
এই পরিমান বরফ থাকার জন্য এখানে কার্বনের মাত্রা থাকতে পারে প্রায় ৪০ শতাংশ। ফলে সেখানে বরফের মধ্যে অক্সিজেন হয়তো কঠিন অবস্থায় থাকবে।
8
9
এবিষয়ে আরও গবেষণার দরকার আছে বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। নতুন পৃথিবী নিয়ে যেভাবে প্রথমে তারা উৎসাহিত হয়েছিলেন সেখান থেকে তারা এবার অনেকটাই আশাহত।
9
9
সৌরজগতে হয়তো পৃথিবীর মতো এমন অনেক গ্রহ রয়েছে। তবে সেখানে আদৌ প্রাণ রয়েছে কিনা তা নিয়ে এখনও রয়েছে অনেক প্রশ্ন। নেই কোনও উত্তর।