আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত সফরের কয়েক ঘণ্টা বাকি থাকতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে রাশিয়ান নৃত্যশিল্পীদের এক বিশেষ ভিডিও। ভারতীয় সংগীতে নেচে রাশিয়ান ড্যান্সারদের এই অভিনব পরিবেশন সামনে এসেছে। দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একদল পুরুষ ও মহিলা নৃত্যশিল্পী ভারতীয় কোরিওগ্রাফি নিখুঁতভাবে রপ্ত করে নাচছেন জনপ্রিয় গানের তালে। ভিডিওটি প্রকাশের পরই ব্যাপক সাড়া পড়ে, অনেকে এটিকে ভারত–রাশিয়া বন্ধুত্বের সাংস্কৃতিক উদযাপন হিসেবে দেখছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছাবেন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর; শেষবার তিনি ২০২১ সালের ডিসেম্বরে দিল্লিতে এসেছিলেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে করা হয়েছে। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে দেওয়া হবে আনুষ্ঠানিক সম্মান এবং তিন বাহিনীর গার্ড অফ অনার। সেখান থেকে তিনি রওনা দেবেন রাজঘাটে, মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। এরপর হায়দরাবাদ হাউসে মোদি ও পুতিনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, যেখানে দুই দেশের প্রতিনিধিদলও উপস্থিত থাকবে।
পুতিনের সফরের আগে ক্রেমলিন জানিয়েছে, প্রতিরক্ষা সহযোগিতা এবার আলোচনার একটি প্রধান বিষয় হবে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ভারতের জন্য আরও একটি S-400 লং-রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির বিষয়টি আলোচনায় উঠতে পারে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন যে ভারত রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার Su-57-এর প্রতি আগ্রহ দেখাতে পারে, যেটিকে তিনি "বিশ্বের সেরা যুদ্ধবিমান" বলে বর্ণনা করেন।
এর পাশাপাশি রাশিয়া ভারতের জন্য ছোট, নমনীয় পারমাণবিক রিয়্যাক্টর সরবরাহের প্রস্তাবও রাখতে চায়। পেসকভ জানান, এই প্রযুক্তিতে রাশিয়ার বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং তারা যৌথ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছে। ভারতের অসামরিক পারমাণবিক খাতে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবদান—বিশেষ করে কুদানকুলাম প্রকল্প—উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করি এই প্রকল্প ভবিষ্যতেও এগিয়ে যাবে।”
