আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের পটিয়ালা জেলার চাঙ্গেরা গ্রামের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে এক দম্পতি ও তাদের কিশোর পুত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন মহালির সেক্টর ১০৯-এর বাসিন্দা সম্পত্তি ব্যবসায়ী সন্দীপ সিং রাজপাল (৪৫), তার স্ত্রী মনদীপ কৌর (৪২) এবং তাদের ১৫ বছরের পুত্র অভয় সিং।
প্রাথমিক তদন্তে অনুমান, রাজপাল নিজের টয়োটা ফরচুনার গাড়ির ভিতরেই প্রথমে স্ত্রী ও ছেলেকে গুলি করে হত্যা করে পরে নিজেকে গুলি করেন। গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। খেতের মধ্যে গাড়িটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় কৃষকেরা সন্দেহে পুলিশে খবর দেন। এরপর ডিএসপি মঞ্জিত সিং, বানুর থানার এসএইচও অর্জদীপ শর্মা, তদন্তকারী অফিসার হরদেব সিং এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, কিশোর অভয় সিং মানসিক সমস্যায় ভুগছিলেন। এই ঘটনার সঙ্গে তা কোনওভাবে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তিনটি দেহই দেরা বাসির নীলম হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, যা পরিবারের সদস্যরা আসার পর সোমবার সম্পন্ন হবে। ডিএসপি মঞ্জিত সিং জানিয়েছেন, “ঘটনাটি আপাতত আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” সন্দীপ রাজপালের মূল বাড়ি ছিল বাথিন্দার সিখওয়ালা গ্রামে। বর্তমানে মহালিতে থাকতেন তিনি। তার ভাই বাথিন্দায় এবং বোন বিদেশে থাকেন।
