আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় কৃষক ইউনিয়নের (BKU) নেতা রাকেশ টিকায়েতকে শিরশ্ছেদ করার জন্য ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার অভিযোগে সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে মুজাফ্ফরনগর ও মীরাট।
অভিযুক্ত অমিত চৌধুরীর বিরুদ্ধে মুজাফ্ফরনগরের সিভিল লাইন্স থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আশুতোষ কুমার সিং জানান, ভাইরাল হওয়া একটি ভিডিওতে অভিযুক্ত টিকায়েতের শিরশ্ছেদকারীকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বলে জানা গেছে।
এই ঘটনার প্রতিবাদে মুজাফ্ফরনগরে শত শত BKU কর্মী বিক্ষোভে অংশগ্রহণ করেন। জেলার BKU সভাপতি নবীন রাঠীর নেতৃত্বে বিক্ষোভকারীরা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান। তিনি বলেন, পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, মীরাটে BKU কর্মীরা জড়ো হয়ে জানি থানাকে ঘিরে ফেলেন এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। জেলার সভাপতি অনুরাগ চৌধুরীর নেতৃত্বে কৃষকরা ট্রাক্টর-ট্রলিতে করে থানার চত্বরে অবস্থান বিক্ষোভ করেন।
এই ঘটনায় পশ্চিম উত্তরপ্রদেশের কৃষক সমাজে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
