আজকাল ওয়েবডেস্ক: ফের লালুপুত্রকে তলব করল ইডি । জমির বদলে চাকরি মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ফের তলব করল ইডি। ৫ জানুয়ারি ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে তেজস্বীকে। সেদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই মামলায় বয়ান রেকর্ড করার জন্য আগামী ২৭ ডিসেম্বর লালুপ্রসাদকেও ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। চলতি বছরের এপ্রিলে তেজস্বীকে তলব করে প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এই প্রথম লালুপ্রসাদকে এই মামলার তদন্তে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠাল ইডি। প্রসঙ্গত, প্রথম ইউপিএ সরকারে লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আঙুল ওঠে লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধে।
