আজকাল ওয়েবডেস্ক : কানোয়ার যাত্রার বিজ্ঞপ্তি নিয়ে এবার যোগী সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, সমাজকে বন্টন করার অর্থ সংবিধানকে অপমান করা। এটা এক ধরণের অপরাধের সামিল। এই ধরণের নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত। আমাদের সংবিধান সর্বদাই সকল জাতিকে সমান অধিকার দিয়েছে। জাতি, ধর্ম, ভাষা কোনও দিক থেকেই কেউ এগিয়ে বা পিছিয়ে নয়। সকলেই সমান। উত্তরপ্রদেশ সরকার যে কাজ করছে তা সংবিধান বিরোধী।

কানোয়ার যাত্রার বিজ্ঞপ্তি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হলেও দমবার পাত্র নন যোগী আদিত্যনাথ। শুধু মুজফফরপুর নয়, যে যে জায়গা দিয়ে কানোয়ার যাত্রা যাবে এবার সব রুটেই খাবারের দোকানগুলিতে লিখতে হবে দোকান মালিকের নাম। নাম নিয়ে বিতর্কের মাঝেই শুক্রবার নয়া নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন নির্দেশিকায় স্বাভাবিকভাবেই চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি নিয়ে যোগী সরকারকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এআইমিমের প্রধান আসাউদ্দীন ওয়াইসি। প্রসঙ্গত, ২২ জুলাই থেকে শুরু হবে কানোয়ার যাত্রা।