আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভোররাতে পাকিস্তানের চারটি এয়ারবেসে ভারতীয় বিমানবাহিনীর পাল্টা হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 

 

এই বৈঠকের আগে ভারতের ২৬টি স্থানে পাকিস্তানের ড্রোন ও গোলাবর্ষণের হামলার জবাবে ভারত কড়া পদক্ষেপ নেয়।

পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠকে জানান, “পাকিস্তানের কাজ সম্পূর্ণ উস্কানিমূলক এবং ভারত দায়িত্বশীল ও পরিমিত প্রতিক্রিয়া জানিয়েছে।” তিনি পাকিস্তানের ভুয়ো প্রচার ও মিথ্যা দাবির বিরুদ্ধেও প্রমাণসহ প্রতিবাদ জানান।

উইং কমান্ডার ব্যোমিকা সিং স্পষ্টভাবে জানান, পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোতে কোনো ক্ষতি হয়নি। পাকিস্তানের এই ভুয়ো প্রচার আসলে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা খর্ব করার চেষ্টা।

এদিকে, সীমান্তে আরও গোলাবর্ষণ, ড্রোন অনুপ্রবেশ ও বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। ভারত সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকতে এবং শুধুমাত্র সরকারী সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">May 10, 2025