তীর্থঙ্কর দাস: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোয়ায় 'ডে অ্যাট সি ' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 'আইএনএস বিক্রান্তে' সফরও করেন তিনি। সফর করার সময় বেশ কয়েকটি নৌ অপারেশন দেখলেন নিজের চোখে। মিগ ২৯-কে টেক অফ ও ল্যান্ডিং, যুদ্ধ জাহাজ থেকে বিশাল ফায়ারিং ড্রিল এবং সাবমেরিন অপারেশনের মতন একাধিক নৌ অপারেশন প্রত্যক্ষ করলেন দ্রৌপদী মুর্মু।
৭ নভেম্বর রাষ্ট্রপতি তাঁর সফর চলাকালীন ভারতীয় নৌবাহিনীর আধিকারিক এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ভারতীয় নৌ-বাহিনীর সমস্ত বিভাগে রাষ্ট্রপতির বক্তৃতা সম্প্রচারিত হয় যেখানে তিনি বলেন, 'ভারত একটি সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের অধিকারী। যা বহু বছর পুরনো। ৭৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা সহ ভারতের সামুদ্রিক ভূগোল বহু অর্থনৈতিক সুযোগ এবং কৌশলগত প্রভাবে সম্ভাবনা নিয়ে আসে। আমাদের একটি বিশেষ সামুদ্রিক ক্ষমতা এবং দক্ষতা রয়েছে যা আমাদের আরও পরিণত হওয়ায় কাজে লাগবে।'
আইএনএস বিক্রান্তকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্ত চালিত ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন 'আইএনএস অরিহান্ত' কমিশনিং ভারতের সামুদ্রিক শক্তিতে একটি উল্লেখযোগ্য জায়গা অর্জন করেছে। নৌবাহিনীতে নারীদের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। ভারতীয় নৌবাহিনী তার প্রথম মহিলা কমান্ডিং অফিসারকে যুদ্ধজাহাজে নিয়োগ করেছে এবং যুদ্ধবিমান চালানোর জন্য নারীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ভারতীয় নৌ বাহিনী তাদের মহিলা হেলিকপ্টার পাইলটকেও পেয়েছে।
