আজকাল ওয়েবডেস্ক: পুকুর থেকে উদ্ধার করা হচ্ছে লিটার লিটার মদ। হতবাক অঞ্চলের বাসিন্দারা। ছত্তিশগড়ের বিলাসপুরের গণিয়ারি এলাকায় পুকুরের জলের মধ্যে কেন এত নেশার বস্তু?
আসলে সামনেই রয়েছে ছত্তিশগড়ের পুরসভা ভোট। ভোটারদের প্রভাবিত করতে নানা কৌশল বেছে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। যার মধ্যে অন্যতম ভোটারদের মদ বিলি। ফলে মফস্বল এলাকায় বেড়েছে অবৈধ মদ মাফিয়াদের তৎপরতা। বিষয়টি অজানা নয় প্রশাসনেরও। ফলে গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ বিলাসপুরের গণিয়ারি এলাকার একটি পুকুরে তল্লাশি চালায়, সঙ্গে ছিল আবগারি দপ্তরের কর্মীরাও। নামানো হয় ডুবুরি।
সেই অভিযানেই আবগারি বিভাগ পুকুর থেকে ৮,৭০০ কেজি মহুয়া লাহান (স্থানীয়ভাবে তৈরি মদ) উদ্ধার করে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয় 
 
 ৩৭০ লিটার প্রস্তুত মদ।  প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভোটারদের বিলির জন্য ওই মদ পুকুরের জলে চোবানো হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। বিলির আগেই তা বাজেপ্ত করে ফেলল প্রশাসন।
আবগারি বিভাগের পরিদর্শক কল্পনা রাঠোর জানিয়েছেন যে, অভিযান অব্যহত থাকবে, জেলায় অবৈধ মদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, "কোনও অবস্থাতেই মদ নির্বাচনের আগে বিলি করতে দেওয়া হবে না।"
