আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ মেলায় ভক্তদের প্রবল ভিড়। পূণ্যার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহের ব্যবস্থা করেছে বহু সংগঠন। এমনই এক ভান্ডারার পরিবেশিত খাবারে ছাই মেশানোর অভিযোগ উঠল খোদ পুলিশকর্তার বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল রহতেই শোরগোল পড়েছে। তবে, অভিযোগ খতিয়ে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। সোরাওনের স্টেশন হাউস অফিসার বৃজেশ কুমার তিওয়ারিকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ কর্তার কুকীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেছিলেন এক নেটিজেন। সেই পোস্ট ট্যাগ করা হয়েছিল ডিসিপি গঙ্গা নগরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট। দাবি করা হয়, এমন লজ্জাজনক কাজের জন্য ওই পুলিশকর্তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া  হয়। 

জবাবে, ডিসিপি গঙ্গা নগরের অফিসিয়াল অ্যাকাউন্ট উত্তর দেওয়া হয়, "বিষয়টি খতিয়ে দেখে, ডেপুটি কমিশনার অফ পুলিশ (গঙ্গা নগর) সোরাওনের এসএইচও বৃজেশ কুমার তিওয়ারিকে বরখাস্ত করেছেন। বিভাগীয় কার্যক্রম চলছে।" 

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন এবং জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লেখেন, "এটা দুর্ভাগ্যজনক, যাঁরা মহাকুম্ভে আটকা পড়াদের খাবার ও জল সরবরাহের ব্যবস্থা করছেন তাদের ভাল প্রচেষ্টা রাজনৈতিক শত্রুতার কারণে ব্যর্থ হচ্ছে। জনসাধারণের এটিতে নজর দেওয়া উচিত।" 

কিন্তু কেন ভাণ্ডারার খাবারে ছাই মিশিয়ে দিলেন ওই পুলিশকর্তা? জানা গিয়েছে, নেহাতই রাগের বশেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন ছিলেন বৃজেশ। যে সংগঠন ওই নির্দিষ্ট ভাণ্ডারাটির আয়োজন করেছিল, অভিযোগ- তারা নাকি এসবের জন্য পুলিশের কাছে কোনও অনুমতি নেয়নি। সেই রাগেই পুণ্যার্থীদের রান্নার কাজ চলাকালীন সেই খাবারে ছাই মিশিয়ে দিয়েছিলেন বৃজেশ।