আজকাল ওয়েবডেস্ক : মোবাইল ছিনতাইবাজ ধরতে গিয়ে এবার আক্রান্ত খোদ পুলিশ। ঘটনাটি তামিলনাড়ুর তিরুচি জেলায়। আব্দুল কাদের নামে ওই পুলিশ কনস্টেবল রাতের পুলিশ টিমে ছিল। এরপর তারা একটি মোবাইল ছিনতাইবাজ দলকে তাড়া করে। প্রায় ২ কিলোমিটার পর তাদেরকে ধরে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ করার সময় হটাৎ একজন ছুরি নিয়ে ওই কনস্টেবলকে হামলা করে। হামলার জেরে তার গলা এবং হাতে চোট লাগে। কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোবাইল ছিনতাইবাজদের পুরো দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রাতের দিকে এই ঘটনার জেরে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছে তারা।