আজকাল ওয়েবডেস্ক: ৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে নারীদের উপর অত্যাচার ও নারীদের সুরক্ষা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। ভাষণে নারীদের উপর অত্যাচারের ঘটনায় দ্রুত তদন্ত করে কড়া শাস্তির পরামর্শ দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদির কথায়, 'নারীদের উপর অত্যাচারের ঘটনায় আপামর জনতা ক্রুদ্ধ। নারীদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। নারীদের উপর অত্যাচারের ঘটনার দ্রুত তদন্ত করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে অপরাধের ঘটনা ঘটাতে সকলে ভয় পায়। এই ভয় তৈরি করাটা দরকার। জনতার বিশ্বাস ফিরে পেতে কড়া পদক্ষেপ করতেই হবে।'

আরজি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গত কয়েকদিন ধরেই তোলপাড় রাজ্য, রাজনীতি। এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। তবে রাত দখলের আন্দোলনের ঠিক পরেরদিনই নারীদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার হলেন তিনি। আরজি করের ঘটনার কথা উল্লেখ না করলেও, তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।