আজকাল ওয়েবডেস্ক: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় কি ভারতীয়রা খুশি? উত্তরটি হল হ্যাঁ। পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ৭৪ শতাংশ ভারতীয় দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ‘সন্তুষ্ট’। এর ফলে ২৩টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে সুইডেন। সবচেয়ে নীচে রয়েছে জাপান। সে দেশের মাত্র ২৪ শতাংশ মানুষ গণতন্ত্রে ‘সন্তুষ্ট’।
সমীক্ষার রিপোর্টে উচ্চ আয় বিশিষ্ট দেশগুলিতে জনগণের অসন্তোষের কারণ বিশ্লেষণ করা হয়েছে। ভারতীয়রা গণতন্ত্র এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই সন্তোষ প্রকাশ করেছে। তবে ফ্রান্স, গ্রীস, ইতালি, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি উভয় ক্ষেত্রেই অসন্তোষ দেখিয়েছে। সামগ্রিকভাবে ২৩টি দেশে করা এই সমীক্ষায় ৫৮ শতাংশ প্রাপ্তবয়স্ক গণতন্ত্রের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। গণতান্ত্রিক অসন্তোষ সর্বোচ্চ এমন দেশগুলির মধ্যে শীর্ষে গ্রিস। দেশের ৮১ শতাংশ জনগণ অসন্তুষ্ট। জাপানে ৭৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ৭১ শতাংশ জনগণ গণতন্ত্রে অসন্তুষ্ট।
পিউ রিসার্চ সেন্টার জোর দিয়ে বলেছে, এই অসন্তোষ প্রকাশের অর্থ এই নয় যে জনগণ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রত্যাখ্যান করছে। তাদের গবেষণা থেকে জানা গিয়েছে, বিশ্বব্যাপী মানুষ এখনও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে একটি ভাল সরকার ব্যবস্থা বলে মনে করে। তবে, অনেকেই রাজনৈতিক নেতাদের উপর হতাশ এবং মনে করেন যে তাদের মতামত সরকারের কাছে ঠিক ভাবে পৌঁছচ্ছে না।
সমীক্ষায় গণতন্ত্রের প্রতি সন্তুষ্টি এবং সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়া বা অর্থনৈতিক ধারণার মধ্যে জটিল সংযোগও তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক সাধারণ বা রাষ্ট্রপতি নির্বাচনের পর কানাডা, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে গণতন্ত্রের প্রতি সন্তুষ্টির হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, পোল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে, যেখানে সমীক্ষার শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে গণতন্ত্রের প্রতি সন্তুষ্টি হ্রাস পেয়েছে। পোল্যান্ডে অসন্তুষ্টি ৫৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় উল্লেখযোগ্য ৭৪ শতাংশ।
